, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

পটিয়ায় ২দিনে ৪টি দূর্ধষ চুরির ঘটনা ঘটে

  • প্রকাশের সময় : ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় ২দিনে ১টি প্রতরণা,৩টি দূর্ধষ চুরির ঘটনা ঘটে।১ম ঘটনাটি ঘটে ৫ই অক্টোবর রবিবার দুপুর ১২টায়।উপজেলার ভাটিখাইন ইউনিয়ন ৮নং ওয়ার্ডের দেবদুলাল ভট্টচায্যর স্ত্রী কৃষ্ণা চক্রবর্তী(৪৫)পটিয়া সদরে ছবুর রোড আসছেন কাপড় কিনতে।পটিয়া থানার মোড়ে আসলে এক ভদ্রলোক তাকে বলেন, আপনাকে বিনামূল্যে কিছু উপহার দেয়া হবে, তা নিতে পোস্ট অফিস মোড়ে আসতে হবে।তাকে বিশ্বাস করে তিনি সাথে যায়।একটি অফিসে বসিয়ে তাকে বলেন আপনার ফিংগার প্রিন্ট নিতে হবে গায়ে থাকা সকল স্বর্ণ খুলে আপনার হ্যান্ড বেগে রাখুন। কিছুক্ষণ পর বেগে রাখা ১ভরি স্বর্ণ ও ৪৪০০টাকা সহ বেগ নিয়ে প্রতারক চম্পট দেয়।

৫অক্টোবর রবিবার সকাল ৫টায় কক্সবাজার থেকে সেকান্দর ঘরে ঢুকতে গিয়ে দেখেন,ঘরে কেউ না থাকার সুযোগে গ্যাস ওয়েলডিং দিয়ে দরজা ভেংগে ঢুকে সাড়ে ৫ভরি স্বর্ন, নগদ ৯হাজার টাকা ও বেশ মুল্যবান শাড়ি জিনিসপাতি সহ প্রায় ১৫লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।পটিয়া পৌরসভার ৫নং সাবজর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

গত বৃহস্পতিবার রাত হাবিলাসদ্বীপ ইউনিয়ন প্রবাসী আকবর সাগর স্বপরিবার শ্যালকের গায়ে হলুদ সেরে সকালে ঘরে ঢুকতে গিয়ে দেখেন যে চোর পিছনের দরজা ভেংগে ঢুকে শ্যালকের জন্য আনা বিদেশি ১০ভরি স্বর্ণ, নগদ ২লাখ টাকা ও ৪টি দলিল নিয়ে যায়।

জঙ্গলখাইন ইউনিয়ন কাদেরিয়া ছৈয়দিয়া তৈয়বিয়া খানাকা শরীফের তালা ভেঙে ঢুকে সৌরলাইটের ২টি বেটারী ২টি টাকা ভর্তি দানবাক্স, নগদ ২হাজার৮শ টাকা নিয়ে যায়। মসজিদের ইমাম মোঃওসমান সকালে নামাজ পড়তে উঠে দেখতে পেয়ে প্যানেল চেয়ারম্যান বখতিয়ারকে জানান।

এব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত)যুযুৎসু যশ চাকমা বলেন,চুরির ঘটনা তদন্ত চলছে পুলিশ চোরদের গ্রেফতারের কাজ করছে।

জনপ্রিয়

বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

পটিয়ায় ২দিনে ৪টি দূর্ধষ চুরির ঘটনা ঘটে

প্রকাশের সময় : ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় ২দিনে ১টি প্রতরণা,৩টি দূর্ধষ চুরির ঘটনা ঘটে।১ম ঘটনাটি ঘটে ৫ই অক্টোবর রবিবার দুপুর ১২টায়।উপজেলার ভাটিখাইন ইউনিয়ন ৮নং ওয়ার্ডের দেবদুলাল ভট্টচায্যর স্ত্রী কৃষ্ণা চক্রবর্তী(৪৫)পটিয়া সদরে ছবুর রোড আসছেন কাপড় কিনতে।পটিয়া থানার মোড়ে আসলে এক ভদ্রলোক তাকে বলেন, আপনাকে বিনামূল্যে কিছু উপহার দেয়া হবে, তা নিতে পোস্ট অফিস মোড়ে আসতে হবে।তাকে বিশ্বাস করে তিনি সাথে যায়।একটি অফিসে বসিয়ে তাকে বলেন আপনার ফিংগার প্রিন্ট নিতে হবে গায়ে থাকা সকল স্বর্ণ খুলে আপনার হ্যান্ড বেগে রাখুন। কিছুক্ষণ পর বেগে রাখা ১ভরি স্বর্ণ ও ৪৪০০টাকা সহ বেগ নিয়ে প্রতারক চম্পট দেয়।

৫অক্টোবর রবিবার সকাল ৫টায় কক্সবাজার থেকে সেকান্দর ঘরে ঢুকতে গিয়ে দেখেন,ঘরে কেউ না থাকার সুযোগে গ্যাস ওয়েলডিং দিয়ে দরজা ভেংগে ঢুকে সাড়ে ৫ভরি স্বর্ন, নগদ ৯হাজার টাকা ও বেশ মুল্যবান শাড়ি জিনিসপাতি সহ প্রায় ১৫লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।পটিয়া পৌরসভার ৫নং সাবজর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

গত বৃহস্পতিবার রাত হাবিলাসদ্বীপ ইউনিয়ন প্রবাসী আকবর সাগর স্বপরিবার শ্যালকের গায়ে হলুদ সেরে সকালে ঘরে ঢুকতে গিয়ে দেখেন যে চোর পিছনের দরজা ভেংগে ঢুকে শ্যালকের জন্য আনা বিদেশি ১০ভরি স্বর্ণ, নগদ ২লাখ টাকা ও ৪টি দলিল নিয়ে যায়।

জঙ্গলখাইন ইউনিয়ন কাদেরিয়া ছৈয়দিয়া তৈয়বিয়া খানাকা শরীফের তালা ভেঙে ঢুকে সৌরলাইটের ২টি বেটারী ২টি টাকা ভর্তি দানবাক্স, নগদ ২হাজার৮শ টাকা নিয়ে যায়। মসজিদের ইমাম মোঃওসমান সকালে নামাজ পড়তে উঠে দেখতে পেয়ে প্যানেল চেয়ারম্যান বখতিয়ারকে জানান।

এব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত)যুযুৎসু যশ চাকমা বলেন,চুরির ঘটনা তদন্ত চলছে পুলিশ চোরদের গ্রেফতারের কাজ করছে।