, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক জাতীয় নির্বাচন। র সঙ্কট দূর করতে তৈরি করা হচ্ছে কৃষক অ্যাপ মনির হায়দার পটিয়া আল-জামিয়ার ৮৬তম বার্ষিক সভা। ভাঙ্গুড়ায় রাস্তা কেটে পুকুর তৈরির অভিযোগে মানববন্ধন কালীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশের সময় : ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রাতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে দুর্যোগ বিষয়ক মহড়া, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির গুরুত্ব তুলে ধরতে কাপাসিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক। প্রধান অতিথির বক্তব্যে নাহিদুল হক বলেন, “দুর্যোগ মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই বার্তাটিই বহন করে। দুর্যোগ প্রস্তুতি ও প্রশমনে স্থানীয় পর্যায় থেকে শুরু করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” তিনি দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতির কথা তুলে ধরেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মশিউর রহমান, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ূন কবির, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ফায়ার সার্ভিস ও স্টেশন ইনচার্জ মো. মাহফুজুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু প্রমুখ। বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং আগাম প্রস্তুতি নেয়ার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শুরুর আগে দুর্যোগ বিষয়ক মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা অন্যান্য দুর্যোগ পরিস্থিতিতে জীবন ও সম্পদ রক্ষার ব্যবহারিক কৌশল প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।

জনপ্রিয়

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক জাতীয় নির্বাচন।

কাপাসিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের সময় : ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রাতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে দুর্যোগ বিষয়ক মহড়া, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির গুরুত্ব তুলে ধরতে কাপাসিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক। প্রধান অতিথির বক্তব্যে নাহিদুল হক বলেন, “দুর্যোগ মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই বার্তাটিই বহন করে। দুর্যোগ প্রস্তুতি ও প্রশমনে স্থানীয় পর্যায় থেকে শুরু করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” তিনি দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতির কথা তুলে ধরেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মশিউর রহমান, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ূন কবির, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ফায়ার সার্ভিস ও স্টেশন ইনচার্জ মো. মাহফুজুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু প্রমুখ। বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং আগাম প্রস্তুতি নেয়ার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শুরুর আগে দুর্যোগ বিষয়ক মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা অন্যান্য দুর্যোগ পরিস্থিতিতে জীবন ও সম্পদ রক্ষার ব্যবহারিক কৌশল প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।