
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিশু ধর্ষণ মামলায় দিলদার আহমদ দিলদার (৫২)কে গ্রেফতার করে পটিয়া থানার পুলিশ।
পটিয়া থানায় মামলা সুত্রে জানা যায়, ১৩ই অক্টোবর (সোমবার) ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে পটিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
এজহার সূত্রে জানা যায়, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লাখেরা গ্রামের ধর্ষিতা শিশুর পিতা জামাল উদ্দিন উল্লেখ করেন যে,গত ১১ই অক্টোবর (শনিবার)আমার ৭বছরের কন্যা বান্ধবীর সাথে পাশ্ববর্তী দিলদারের দোকানে খেলতে থাকেন।এই সময়ে দোকানদার দিলদার তাকে লজেন্স দেয়ার লোভ দেখিয়ে দোকানের ভিতর নিয়ে জামা ও হাফ পেন্টের ওপর তার স্পর্শ কাতর স্হান সমুহ হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করতে চেস্টা করলে শিশুটি পালিয়ে তার পিতা মাতাকে বলে দিলে তার পিতা বাদী হয়ে দিলদারকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ সাথে সাথে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন,মামলা হবার সাথে সাথে ভিকটিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে সোপর্দ করা হবে।





















