
সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রাতিনিধি :
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় “ফিশনেট প্রকল্প”-এর আওতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে বহু-অংশজনীয় প্ল্যাটফর্ম এর সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় রাঙ্গাবালী উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব দাশ পুরকায়স্থ। এ সময় তিনি বলেন, “ফিশনেট প্রকল্প রাঙ্গাবালী উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও মেরিন ইকোসিস্টেম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমন উদ্যোগ পরিবেশ ও স্থানীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত সহায়ক হবে।” তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পের সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় প্রকল্পের চলমান কার্যক্রম, নেটওয়ার্কের গত দুই মাসের অগ্রগতি এবং প্ল্যাটফর্মের ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এস এম শাহাদাত হোসেন রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিতকুমার দেবনাথসহ
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি এবং উন্নয়ন কর্মীরা।
উত্তরণ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্পের এরিয়া ম্যানেজার অনিমেষ পাল।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও অগ্রগতি উপস্থাপন করেন উত্তরণ-এর ফিশনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, ফিশনেট প্রকল্পের মাধ্যমে ভূমিহীন জেলেদের খাস জমি বরাদ্দ, জেলে কার্ড প্রদান, সমবায় গঠন, জলমহাল ইজারা, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্তি, এবং ড্রপ-আউট শিক্ষার্থীদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে।
বহু-অংশজনীয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে রাঙ্গাবালীর মৎস্যজীবী সম্প্রদায়, স্থানীয় সরকার, প্রশাসন এবং উন্নয়ন সংগঠনের মধ্যে সমন্বয় বাড়বে, যা সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই জীবিকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





















