
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় মায়ের বকুনি খেয়ে মো: সাকিব (২০)নামের এক যুবক নিজ রুমে আত্মহত্যা করেন।
ঘটনাটি ঘটে পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী গ্রামে।
সুত্রে জানা যায়,২০শে অক্টোবর(সোমবার)দুপুর বেলা১২টায় মা সুরাইয়া আক্তারের সাথে সাকিবের পরিবারের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে সে মায়ের সাথে অভিমান করে নিজের রুমে চলে যায়।অনেক ক্ষন ধরে তার সাড়া শব্দ না পেয়ে দরজা ভেংগে দেখতে পায় যে, সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
দ্রুত পটিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব রত চিকিৎসক সামিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ করিম ও সুরাইয়া আক্তারের পুত্র মোহাম্মদ সাকিব।২০২২ সালে এইচএসসি পাশ করেন।তাদের নিজ বাড়ি আনোয়ারা উপজেলার খাসখামার এলাকায়। তারা দীর্ঘদিন ধরে পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে সুচক্রদন্ডী গ্রামের আবুল কাসেম এর ভাড়া বাড়িতে থাকেন।





















