
মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় খাদ্যে ভেজালবিরোধী অভিযানে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। অভিযানে বৈশাখি হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও বাসি খাবার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে নিয়মিত মামলা দায়ের করা হবে।
এ ছাড়া মোদক মিষ্টান্ন ভান্ডারকে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও বাসি মিষ্টির শিরা পুনর্ব্যবহারের দায়ে সতর্কতামূলকভাবে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাসি খাবার নষ্ট করে ফেলা হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ।





















