এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খাতাপাড়া বিসিক এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় একই পরিবারের মা, ছেলে মেয়ে সহ মোট চার জনকে মারপিট করে আহত করা ও রহিমা বেগম (১৮) কে শ্লীলতাহানীসহ তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতায়ের অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী মিলনের বিরুদ্ধে । এ সময় রহিমা বেগমের মা সাহের বানু বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় গত ১৩ ( অক্টোবর) আহত সাহের বানুর ছেলে, ইয়াকুব আলী (৩১) বাদি হয়ে একই এলাকার মৃত.হোসেন আলীর পুত্র
মিলন মিয়া (২৬), ফুয়াদ আলী (২০), আবু বক্কর সিদ্দিক (৩৬), মুরাদ হোসেন (২০),মিলন মিয়ার স্ত্রী জুই আক্তার (২৫),মৃত.হোসেন আলীর স্ত্রী মোছাঃ মায়া বেগম (৫০), ফুয়াদের স্ত্রী স্বপ্না বেগম (২০) মুরাদ হোসেনের স্ত্রী আরফিনা বেগম (২০) সহ ৮ জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, এজাহারভুক্ত আসামীগণ সপরিবারে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বাড়ীতে মাদক বিক্রির পাশাপাশি মাদক সেবীদের মাদক সেবন করার অভিযোগও রয়েছে।
এদিকে এজাহারের বাদি ইয়াকুব আলীর বাড়ীর সামনের চলাচলের রাস্তায় দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা বিক্রি করে আসছেও বলে বাদি ইয়াকুব আলী জানান। আসামীদের বাড়ীতে মাদকদ্রব্য ক্রয় করার জন্য মাদক সেবীরা প্রতিনিয়ত তার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাতায়াত করে।
পূর্বে এ বিষয়ে একাধিকবার বাধা,নিষেধ করলে ও তারা তাদের কর্মকান্ড চালিয়ে আসছিলো।
এমতাবস্থায় গত ১৩ (অক্টোবর) রাত আনুমানিক ৮ টার সময় ইয়াকুব আলীর বাড়ীর সামনে ১নং আসামী মিলনের দেখা পেয়ে তাকে মাদক কেনা বেঁচা করতে নিষেধ করলে সে ইয়াকুবের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
গালিগালাজের এক পর্যায়ে ১নং আসামী মিলন বাড়ীতে গিয়ে অন্যান্য আসামীদের সাথে নিয়ে লাঠি সোটা, ধারালো ছোড়া, লোহার রড নিয়ে পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে বেআইনী ভাবে দলবদ্ধ হয়ে একই গ্রামের জোবেদ আলীর বাড়ীর সামনে ইয়াকুবের পথরোধ করে বাড়ীতে যেতে বাধা দেওয়া সহ চারদিক থেকে ঘিরে ধরে।
সে সময় ১নং আসামী মিলন বলে , তার হাত পা ভেঙে দিয়ে আমাদের কাজে বাধা দেওয়ার সাধ মিটিয়ে দাও।
ঐ সময় সকল আসামীরা দলবদ্ধ হয়ে তাকে এলোপাতারী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফোলা জখম করে।
তখন ইয়াকুবের ডাক- চিৎকার শুনে তার মা সাহের বানু (৫০) ও বোন রহিমা বেগম (১৮) দ্বয় তাকে বাচাতে এগিয়ে আসলে এজাহারে উল্লেখিত অন্যান্য আসামীরা তাদের উপর ও এলোপাতারী মারপিট করতে থাকে।
একপর্যায়ে এজাহার নামীয় ২নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদি ইয়াকুবের মায়ের মাথা লক্ষ্য করে ডাং মারিলে তার মা হাত এগিয়ে দিয়ে ঠেকানোর চেষ্টা করলে বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে লাগিয়া হাড় ফেটে গুরুতর ভাবে জখম হয়।
ঐ সময় ইয়াকুবের মা মাটিতে পড়ে গেলে উক্ত আসামী তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এরই মাঝে এজাহার নামীয় ৩নং আসামীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তার বোনের ডান কানে ডাং মারিয়া গুরুতর ফাটা রক্তাক্ত জখম করে এবং তার পড়নের কাপড় টানাহেচড়া করে বিবস্ত্র করে, এবং শ্লীলতাহানী ঘটায় বলে উক্ত এজাহারে উল্লেখ করেন বাদী।
ঐ সময়ে সুযোগ বুঝে নামীয় ৫নং আসামী তার বোন রহিমা বেগমের গলায় থাকা ০৮ আনা ওজনের স্বর্ণের চেইন কৌশলে খুলে নেয়,যাহার আনুমানিক মূল্য-৯০,০০০/- টাকা বলে এজাহারে উল্লেখ করেন বাদী ইয়াকুব আলী।
সে সময় তাদের ডাক চিৎকারে বাদি ইয়াকুবের ফুফাতো বোন হাসনা বেগম (৪৫) এগিয়ে এসে তাদের রক্ষার চেষ্টা করলে উল্লেখিত ৪-৮নং বিবাদী তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারী মারপিট করিয়া ছেলা ফোলা জখম করে।
ঘটনার শোরগোল শুনিয়া আশপাশের লোকজন সহ পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসিতে থাকিলে উল্লেখিত আসামীগণের হাতে থাকা ধারালো ছোড়া উচিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদান করা সহ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে,বাদি ইয়াকুব আলী সহ তার মা-বোনের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় পার্শ্ববর্তী লোকজনের সহায়তায় অপরিচিত অটো যোগে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক তার মা সাহের বানু (৫০) ও বোন মোছাঃ রহিমা বেগম (১৮) দ্বয়কে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। যাহার ভর্তি রেজি নং-৫৬১৬/১৯ তারিখ ১৩/১০/২০২৫। ও বাদি ইয়াকুব আলীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পরবর্তীতে গুরুতর আহত সাহের বানুকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। যাহার ভর্তি রেজি নং-৫৫৩১/৩১৭, তারিখ -১৪/১০/২০২৫ ইং।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আকবর বলেন, মাদক ব্যবসায় বাঁধা প্রদান সংক্রান্ত ইয়াকুব আলী বাদি হয়ে একটি এজাহার দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করেছে, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি : 

























