
মোঃ বিল্লাল হোসেন শেরপুর প্রাতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে চলছে ভারতীয় চোরাই গরুর অবৈধ ব্যবসা। জানাগেছে বালিজুরি এলাকার মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে অবৈধভাবে ভারতীয় গরু আমদানি করে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। অবৈধ ব্যবসায়ী সাইফুল ইসলাম উপজেলার রানিশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামের মোঃ তৈয়বালীর ছেলে। এবিষয়ে স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে অনুসন্ধান করতে গেলে, মঙ্গলবার ২১অক্টোবর সকালে সীমান্ত এলাকার যায়। এসময় দেখতে পান চোরাকারবারী সাইফুল ইসলাম ভারত থেকে তিনটি বকনা গরু নিয়ে আসছে। পরে সাংবাদিক দেখে ভৌ-দৌড়ে পালিয়ে যায়। এবিষয় তাওয়াকোচা বিজিবি ক্যাম্পের কমান্ডারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য, ও সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় সজাগ রয়েছে, এটা যেহেতু সীমান্ত এলাকা চোরাচালান হতেই পারে।





















