
এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় মুসল্লিদের সুবিধার্থে ৬টি মসজিদে নবনির্মিত অজুখানা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অজুখানাগুলো উদ্বোধন করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এবং ওয়ামী (ওয়ার্ল্ড অ্যাসেম্লী অফ মুসলিম ইয়ূথ) দাতব্য সংস্থার অর্থায়নে এই নির্মাণকাজ সম্পন্ন হয়।
নির্মিত অজুখানা হলো ,সনমানিয়া ইউনিয়নের বটতলা জামে মসজিদ, আড়াল উত্তর পাড়া জামে মসজিদ, মির্জানগর মসজিদ, দক্ষিণ গাঁও মহিলা মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ, দক্ষিণগাঁও টানপাড়া জামে মসজিদ এবং সালদৈ ফাজিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ।
আয়োজকরা জানান, প্রথম পর্বে নির্মিত প্রতিটি ওজুখানা কমপ্লেক্সে ১২ জন মুসল্লির একসঙ্গে অজু করার জন্য টিনশেড সুবিধা, তিনটি টয়লেট এবং একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
অজুখানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সালাউদ্দিন আইয়ুবীর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন।
এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





















