
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা–২০২৫”। শনিবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শিক্ষানুরাগী ক্যাপ্টেন শেখ মাসুদের পৃষ্ঠপোষকতায় এ পরীক্ষা পরিচালিত হয়।
উপজেলার ১৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩,৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা নেওয়া হয় মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয় এবং কোম্পানীগঞ্জ সরকারি কলেজ-এর তিনটি কেন্দ্রে, মোট ৫৮টি হলে।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করেন কোম্পানীগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ আবু নাছের এবং সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন মিয়াজী। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন রুহুল আমিন, এবং কেন্দ্র সচিব ধনেশ্বর মজুমদার।
পৃষ্ঠপোষক ক্যাপ্টেন শেখ মাসুদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীদের উৎসাহ যোগান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান। তিনি বলেন,
“মেধার বিকাশই জাতি গঠনের মূলভিত্তি। কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সবসময় সহযোগিতা করে যাবো।”
এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌর জামায়াতে আমির মাওলানা মোশাররফ হোসেন, যিনি বলেন,
“শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার মানোন্নয়ন ও সমাজ গঠনের জন্য উদ্দীপক।”
পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, আগামী মাসে ফলাফল প্রকাশ করা হবে, এবং পরবর্তীতে মেধাবীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তির অর্থ প্রদান করা হবে। এছাড়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে আগামীতে আরও বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।





















