
মোঃসুলতান মাহমুদ গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ফজলুল হক মোড়লের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।এ ঘটনায় রানী ইসলাম নামে এক ভুক্তভোগী শ্রীপুর উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ভূমির খারিজসহ ভূমি সংক্রান্ত যেকোনো কাজের জন্য তার কাছে গেলে তিনি উৎকোচ দাবি করেন।
অভিযোগে ভুক্তভোগী রাণী ইসলাম আরো বলেন,গত দুই মাস ধরে ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ফজলুল হক মোড়লের ধারে ধারে খারিজের জন্য ঘুরছে,তেলিহাটির মুলাইদ মৌজার ৭ শতাংশ জায়গার খারিজ করাতে গেলে অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ফজলুল হক মোড়ল অফিসের খরচ লাগবে বলে এবং বিভিন্ন তালবাহানাসহ খারিজ দেওয়া যাবে না বলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে।ভুক্তভোগী রাণী ইসলাম বলেন,আমি ফজলুল হক মড়লের কাছে নগদ ২০ হাজার টাকা দেওয়ার পরও আরো নগর ত্রিশ হাজার টাকা দাবিদার,বাকি ৩০ হাজার টাকা না দিতে পারায় আমার জমির নামজারি হয়নি। আমার জমির কাগজ পত্র সব ঠিক আছে,আমি গরীব মানুষ এতো টাকা কোথায় থেকে দিবো।আরো জানান ঘুষ না দিলে নামজারি হবেনা।
এই বিষয়ে আমি শ্রীপুর উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।এঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানান রাণী ইসলাম।





















