
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া কালিতলা এলাকায় সোমবার (২৭ অক্টোবর ) সকালে গৃহবধূ খালেদা খাতুন (৪০) এর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মৃত খালেদা খাতুন স্থানীয় চা বিক্রেতা মোঃ মিলনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী মোঃ মিলনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





















