
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজ বুরুরবাড়ি গ্রামের চালুয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: শামিমা সুলতানা (৪৫) বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্কুলের অগ্রগতি ও কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। এ সময় মোঃ গোলাম আযম ওরফে এজাজ মাহমুদ ডন (৩৬)সহ আরও দুই-তিনজন অনধিকার প্রবেশ করে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং পূর্বে দাবীকৃত ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয় তারা।
পরে অভিযুক্তরা প্রধান শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা নিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি দেখে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা হতবাক হয়ে যান। সহকারী শিক্ষক মোঃ আজিজুল হকসহ উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত গোলাম আযমকে কৌশলে আটক করেন। তার সহযোগী অন্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোলাম আযমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃত গোলাম আযম ওরফে এজাজ মাহমুদ ডন (৩৬) পিতা মৃত মঞ্জুরুল হক ফুল বাবু, সাং রামনগর, সারিয়াকান্দি।
এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা নং ১৪, তারিখ ২৯/১০/২০২৫, জিআর নং ১৪৭/২০২৫ ধারা ৪৪৮/৩৮৫/৩৮৬ পেনাল কোড ১৮৬০ অনুসারে রুজু হয়েছে।





















