
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া সেনাবাহিনী ও পটিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানা, গ্যাস সিলিন্ডার,ফিলিং মেশিন ও মিনি ট্রাক জব্দ করা হয়।
গত ৩১অক্টবর দিবাগত রাত পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বাহুলী এলাকায় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিক্তিতে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান ও পটিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান নাদিম এর নেতৃত্বে এক যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস ফিলিং কারখানার সন্ধান পায়। ঐ কারখানা হতে সরকারি বেসরকারি ৪৬০টি গ্যাস সিলিন্ডার, একটি গ্যাস ক্রস ফিলিং হাওয়া মেশিন, একটি মিনি ট্রাক ও গ্যাস ক্রস ফিলিং এর বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করে।অভিযানে কোন ব্যক্তি গ্রেফতার হয়নি।
ক্যাপ্টেন সালমান নাদিম বলেন,জননিরাপত্তা বিপন্নকারী এ ধরনের অবৈধ গ্যাস ক্রসফিলিং কার্যক্রমের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন, এই ধরনের কর্মকান্ডের ফলে, যে কোন সময়ে কোন অঘটন, দূঘর্টনা ঘটতে পারে। জনগণের নিরাপত্তার স্বার্থে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।





















