, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

‎নির্বাচনীর আমেজ শুরু, অযৌক্তিক দাবিতে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ধর্ম উপদেষ্টার

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যেই নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।  বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম ও শুরু করছে। তিনি আশা প্রকাশ করেন, যে আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি  মাসে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অযৌক্তিক দাবীতে দেশে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জানান তিনি।
শনিবার (​১ নভেম্বর) সকাল ১০ টায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
‎​
ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ওই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ এবং যারাই নির্বাচিত হবেন। সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। ফলে,আমাদের দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। কারণ,এটি যদি ব্রেক হয়। দেশের অগ্রগতি ও দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সব সময় অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়। কিন্তু,আসছে নির্বাচনে যে নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ইলেকশন কমিশন এ ব্যাপারে তাদের কাজ করে যাচ্ছে।
‎​
তিনি স্বীকার করেন, নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া ও আন্দোলন চলে এবং চলবে।
‎প্রধান অতিথি বলেছেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দাবি দাওয়া পালন করছি।
‎​মডেল মসজিদ প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যে সমস্ত মডেল মসজিদ উদ্বোধন করা  হয়নি। সেগুলো সরকারের নলেজে আছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। ইতিমধ্যে ৩৫০-এর মতো মসজিদ নির্মিত হয়ে গেছে। যার কিছু হস্তান্তর হয়েছে এবং কিছু হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। যেগুলো ফাটল অথবা ত্রুটিপূর্ণ রয়েছে এগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। অভিযোগ পেলে আমরা আইনি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎​
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক,জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী মাহফুজুর রহমান,জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসান প্রমূখ সহ জেলার অন্যান্য রাজনৈতিক সংগঠনের  নেতাকর্মীবৃন্দ।
জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

‎নির্বাচনীর আমেজ শুরু, অযৌক্তিক দাবিতে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ধর্ম উপদেষ্টার

প্রকাশের সময় : ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যেই নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।  বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম ও শুরু করছে। তিনি আশা প্রকাশ করেন, যে আগামী ২০২৬ ইং ফেব্রুয়ারি  মাসে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অযৌক্তিক দাবীতে দেশে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জানান তিনি।
শনিবার (​১ নভেম্বর) সকাল ১০ টায় লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
‎​
ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ওই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ এবং যারাই নির্বাচিত হবেন। সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। ফলে,আমাদের দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। কারণ,এটি যদি ব্রেক হয়। দেশের অগ্রগতি ও দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সব সময় অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়। কিন্তু,আসছে নির্বাচনে যে নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। ইলেকশন কমিশন এ ব্যাপারে তাদের কাজ করে যাচ্ছে।
‎​
তিনি স্বীকার করেন, নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া ও আন্দোলন চলে এবং চলবে।
‎প্রধান অতিথি বলেছেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দাবি দাওয়া পালন করছি।
‎​মডেল মসজিদ প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যে সমস্ত মডেল মসজিদ উদ্বোধন করা  হয়নি। সেগুলো সরকারের নলেজে আছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। ইতিমধ্যে ৩৫০-এর মতো মসজিদ নির্মিত হয়ে গেছে। যার কিছু হস্তান্তর হয়েছে এবং কিছু হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। যেগুলো ফাটল অথবা ত্রুটিপূর্ণ রয়েছে এগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। অভিযোগ পেলে আমরা আইনি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎​
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক,জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী মাহফুজুর রহমান,জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসান প্রমূখ সহ জেলার অন্যান্য রাজনৈতিক সংগঠনের  নেতাকর্মীবৃন্দ।