, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩

  • প্রকাশের সময় : ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৭ পড়া হয়েছে

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি বন বিভাগের জমিতে গজারি গাছ কেটে লুটপাটের চিত্র ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের নৃশংস হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় আহত সাংবাদিকরা হলেন:
মো. মোজাহিদ: নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি। এস এম জহিরুল ইসলাম: দৈনিক আমার সংবাদের সাংবাদিক। হুমায়ুন কবির: আলোকিত সকালের সাংবাদিক। স্থানীয় সূত্রে জানা যায়, ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছিল ‘গজারী কাশেম’ নামে পরিচিত আবুল কাশেম নামে এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, তাকে প্রত্যক্ষভাবে শেল্টার দিয়ে আসছিলেন কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গাছ কাটার খবর পেয়ে তিন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছান। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আবুল কাশেমের কিছু সহযোগী প্রথমে পালিয়ে যায়। এরপর সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিও ধারণের সময় আবুল কাশেম, তার ছেলে আল আমিন এবং তার প্রধান সহযোগী রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন-সহ ১০-১২ জনের একটি দল অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়। লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধরে তিন সাংবাদিকই আহত হন। হামলার এক পর্যায়ে, আহত সাংবাদিক এস এম জহিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিকদের বনদস্যুদের কবল থেকে উদ্ধার করে এবং তাদের চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ০৫/১১/২০২৫ ইং তারিখে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।” আটককৃত অভিযুক্ত তিনজন হলো: ১. আবুল কাশেম ওরফে গজারী কাশেম (প্রধান অভিযুক্ত) ২. আল আমিন (আবুল কাশেমের ছেলে) ৩. মামুন (রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক) ওসি আরও নিশ্চিত করেন যে, আটককৃত আসামিদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় বনদস্যু ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

জনপ্রিয়

অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা!

গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত, অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩

প্রকাশের সময় : ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি বন বিভাগের জমিতে গজারি গাছ কেটে লুটপাটের চিত্র ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের নৃশংস হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় আহত সাংবাদিকরা হলেন:
মো. মোজাহিদ: নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি। এস এম জহিরুল ইসলাম: দৈনিক আমার সংবাদের সাংবাদিক। হুমায়ুন কবির: আলোকিত সকালের সাংবাদিক। স্থানীয় সূত্রে জানা যায়, ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছিল ‘গজারী কাশেম’ নামে পরিচিত আবুল কাশেম নামে এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, তাকে প্রত্যক্ষভাবে শেল্টার দিয়ে আসছিলেন কাপাসিয়া উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গাছ কাটার খবর পেয়ে তিন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছান। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আবুল কাশেমের কিছু সহযোগী প্রথমে পালিয়ে যায়। এরপর সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিও ধারণের সময় আবুল কাশেম, তার ছেলে আল আমিন এবং তার প্রধান সহযোগী রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন-সহ ১০-১২ জনের একটি দল অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়। লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধরে তিন সাংবাদিকই আহত হন। হামলার এক পর্যায়ে, আহত সাংবাদিক এস এম জহিরুল ইসলাম তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিকদের বনদস্যুদের কবল থেকে উদ্ধার করে এবং তাদের চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ০৫/১১/২০২৫ ইং তারিখে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।” আটককৃত অভিযুক্ত তিনজন হলো: ১. আবুল কাশেম ওরফে গজারী কাশেম (প্রধান অভিযুক্ত) ২. আল আমিন (আবুল কাশেমের ছেলে) ৩. মামুন (রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক) ওসি আরও নিশ্চিত করেন যে, আটককৃত আসামিদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় বনদস্যু ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।