
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী গ্রামে বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এই ঘটনায় নিহত জহুরুল ইসলামের স্ত্রী শামীমা বেগম ও তার কথিত প্রেমিক বিপুলকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রেমের সম্পর্ক গোপন রাখতে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন শামীমা। ঘটনার রাতে তিনি জহুরুল ইসলামের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। প্রায় ১৫টি ঘুমের ট্যাবলেট সেবনের ফলে জহুরুল গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন।
এরপর গভীর রাতে শামীমার সহযোগিতায় বিপুল বাড়িতে প্রবেশ করে। তারা দুজন মিলে অচেতন জহুরুলকে বাড়ি থেকে ধানক্ষেতে নিয়ে যায় এবং সেখানে তাকে হত্যা করে। পরে লাশ ফেলে রেখে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত শামীমা ও বিপুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।





















