, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা অভিযান: গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিয়ে ব্রিফিং

  • প্রকাশের সময় : ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৩২ পড়া হয়েছে

সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় সেনা ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান।
তিনি বলেন, “আমরা কোনো ব্যক্তি বা দলের পক্ষে বা বিপক্ষে নই। সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করে।”
লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পুলিশ ও র্যাবের সহযোগিতায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে তার আরও ছয়জন সহযোগীকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি ইলেকট্রিক শক মেশিন, চারটি ওয়াকিটকি সেট, দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি গোষ্ঠী এই অভিযানকে রাজনৈতিক রঙ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তারা আরও বলেন, সেনাবাহিনী কোনো ব্যক্তি নয়, বরং দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লুৎফর রহমান আরও জানান, এনামুল হক মোল্লার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও সন্ত্রাসমূলক মামলার রেকর্ড রয়েছে, যেগুলোর কিছুতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
সংবাদ সম্মেলনের শেষে সেনাবাহিনী জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতেও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তা করার আহ্বান জানায়। তারা জানান, গাজীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা!

শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা অভিযান: গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নিয়ে ব্রিফিং

প্রকাশের সময় : ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় সেনা ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান।
তিনি বলেন, “আমরা কোনো ব্যক্তি বা দলের পক্ষে বা বিপক্ষে নই। সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করে।”
লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পুলিশ ও র্যাবের সহযোগিতায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেফতার করা হয়।
একই অভিযানে তার আরও ছয়জন সহযোগীকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি ইলেকট্রিক শক মেশিন, চারটি ওয়াকিটকি সেট, দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি গোষ্ঠী এই অভিযানকে রাজনৈতিক রঙ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তারা আরও বলেন, সেনাবাহিনী কোনো ব্যক্তি নয়, বরং দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লুৎফর রহমান আরও জানান, এনামুল হক মোল্লার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও সন্ত্রাসমূলক মামলার রেকর্ড রয়েছে, যেগুলোর কিছুতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
সংবাদ সম্মেলনের শেষে সেনাবাহিনী জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতেও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তা করার আহ্বান জানায়। তারা জানান, গাজীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।