
ফারুকুর রহমান বিনজু,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চক্রশালা এলাকায় মেগা কমিউনিটি সেন্টারের সামনে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কার চালক রফিকুল আলম (৩০) নিহত হয়।
গত ৫ই নভেম্বর রাত ২টা৩২মিনিট চট্টগ্রাম গামী হানিফ চেয়ারকোচ(নং-ঢাকা মেট্রো ব ১৫-৮৯৪৩)সাথে চট্টগ্রাম থেকে আগত চন্দনাইশ গামী প্রাইভেট কার (নং-চট্রমেট্রো গ ১৩-৪১৯৬)র মুখোমুখি সংঘর্ষে কার চালক রফিকুল আলম(৩০)চমেক হাসপাতালে চিকিৎসা ধীন অবস্হায় মারা যায়।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, রাত ২টা৩২মিনিটে খবর পাওয়া মাত্র উদ্ধার কারী টিম ঘটনা স্হলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রাইভেট কারে আটকে থাকা গুরতর আহত ৩জনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।এতে কার চালক রফিকুল আলমকে কর্ত্যবরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন।চমেক হাসপাতালে চিকিৎসা ধীন অবস্হায় সকালে মারা যায়।
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, নিহতের বড় ভাই মুনিরুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্হা নেয়া হবে। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
নিহত রফিকুল আলম চন্দনাইশের পশ্চিম কেশওয়ে রবিউল আলমের সন্তান। নিজ বাড়িতে আসার পথে দূঘর্টনা শিকার হয়ে মারা যায়।





















