
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকারী দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট পাঁচটি ব্যাটারি চালিত অটো, হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বার্মিজ চাকু, দুটি রশি ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।
মামলাটি শাজাহানপুর থানায় নম্বর-০৩, তারিখ-০৫/১১/২০২৫, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী রেকর্ড করা হয়। নিহতের স্ত্রী মোছাঃ মাবিয়া সুলতানা (৩৬) মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, নিহত মোফাজ্জল হোসেন বগুড়া সদর উপজেলার খলিশাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি দুই বছর আগে নিজস্ব ব্যাটারি চালিত ইজিবাইক কিনে জীবিকা নির্বাহ করতেন। ৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে শাজাহানপুর থানাধীন সুলতানগঞ্জ হাইস্কুলের পেছনে রাস্তার ধারে তুতবাগানের পাশে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মোফাজ্জলকে হত্যা করা হয়।
পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম–এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম–এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও শাজাহানপুর থানা যৌথভাবে অভিযান পরিচালনা করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে মোঃ সজিব @ ছোট সজিব (১৯) এবং মোঃ সজিব @ বড় সজিব (২১)—এই দুই আসামিকে ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভিকটিমের ইজিবাইকসহ মোট পাঁচটি ব্যাটারি চালিত অটো, পনেরোটি ব্যাটারি, একটি ধারালো বার্মিজ চাকু, দুটি রশি ও রক্তমাখা পোশাক জব্দ করা হয়।
পুলিশ জানায়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছে।




















