, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

শেরপুরে হোমিওপ্যাথি চিকিৎসক অপহরণ,

  • প্রকাশের সময় : ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩৭ পড়া হয়েছে

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে হোমিওপ্যাথি চিকিৎসক জাহাঙ্গীর আলম বাবু (৪২) অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসকের ভাগ্নী জামাইসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী।

‎অপহৃত জাহাঙ্গীর আলম বাবু শেরপুর উপজেলার শালফা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। অভিযোগে জানা গেছে, ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের মন্টু তালুকদারের ছেলে নুর আলম সুইট (৩০) এই অপহরণের মূল হোতা।

‎পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) দুপুরে শেরপুর শহর থেকে নেশা জাতীয় বস্তু শুঁকিয়ে জাহাঙ্গীর আলমকে অচেতন করে অপহরণ করা হয়। পরে ফোনে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

‎অপহৃতের স্ত্রী রোজিনা খাতুন বলেন, “আমার স্বামীর ভাগ্নির সঙ্গে সুইটের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে সে নিয়মিত যৌতুকের দাবিতে নির্যাতন চালাত। আমরা মেয়েটিকে বাড়িতে নিয়ে আসি। এরপর থেকেই সুইট সামাজিক যোগাযোগমাধ্যমে আমার স্বামীকে দেখে নেওয়ার হুমকি দিত। অবশেষে শনিবার সে আমার স্বামীকে নেশা জাতীয় ওষুধের গন্ধ শুঁকিয়ে অপহরণ করে। এখন তারা মুক্তিপণের টাকা দাবি করছে এবং টাকা না দিলে স্বামীকে হত্যা করার হুমকি দিচ্ছে।”

‎তিনি আরও জানান, এই ঘটনায় তিনি ভাগ্নী জামাই নুর আলম সুইট, তার বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

‎শেরপুর থানার পুলিশ পরিদর্শক মো. জয়নুল আবেদীন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুইজন অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই অপহৃত জাহাঙ্গীর আলম বাবুকে উদ্ধার করা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

‎স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চিকিৎসককে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা!

শেরপুরে হোমিওপ্যাথি চিকিৎসক অপহরণ,

প্রকাশের সময় : ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে হোমিওপ্যাথি চিকিৎসক জাহাঙ্গীর আলম বাবু (৪২) অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসকের ভাগ্নী জামাইসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী।

‎অপহৃত জাহাঙ্গীর আলম বাবু শেরপুর উপজেলার শালফা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। অভিযোগে জানা গেছে, ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের মন্টু তালুকদারের ছেলে নুর আলম সুইট (৩০) এই অপহরণের মূল হোতা।

‎পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) দুপুরে শেরপুর শহর থেকে নেশা জাতীয় বস্তু শুঁকিয়ে জাহাঙ্গীর আলমকে অচেতন করে অপহরণ করা হয়। পরে ফোনে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

‎অপহৃতের স্ত্রী রোজিনা খাতুন বলেন, “আমার স্বামীর ভাগ্নির সঙ্গে সুইটের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে সে নিয়মিত যৌতুকের দাবিতে নির্যাতন চালাত। আমরা মেয়েটিকে বাড়িতে নিয়ে আসি। এরপর থেকেই সুইট সামাজিক যোগাযোগমাধ্যমে আমার স্বামীকে দেখে নেওয়ার হুমকি দিত। অবশেষে শনিবার সে আমার স্বামীকে নেশা জাতীয় ওষুধের গন্ধ শুঁকিয়ে অপহরণ করে। এখন তারা মুক্তিপণের টাকা দাবি করছে এবং টাকা না দিলে স্বামীকে হত্যা করার হুমকি দিচ্ছে।”

‎তিনি আরও জানান, এই ঘটনায় তিনি ভাগ্নী জামাই নুর আলম সুইট, তার বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

‎শেরপুর থানার পুলিশ পরিদর্শক মো. জয়নুল আবেদীন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দুইজন অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই অপহৃত জাহাঙ্গীর আলম বাবুকে উদ্ধার করা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

‎স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চিকিৎসককে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।