
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই বোন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচাপা উত্তরপাড়া গ্রামে।
আহতরা হলেন ওই গ্রামের ইনসান আলী আকন্দের দুই মেয়ে – খুশি খাতুন ও সেমি আক্তার। স্থানীয়রা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনসান আলী আকন্দ ও তার প্রতিবেশী মৃত ওসমান গণির ছেলে ভেটু প্রামাণিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সময় ইনসান আলী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে ভেটু প্রামাণিক, লাবনী খাতুন, জেনি খাতুন ও ফিরোজা খাতুন ইনসান আলীর দুই মেয়ের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযুক্ত ভেটু প্রামাণিক অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রথমে ইনসান আলীর পরিবারের সদস্যরাই আমাদের ওপর হামলা চালিয়েছে।”
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















