
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রাম পটিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল(২৭)কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বাদামতল এলাকায় ছাত্র লীগ নেতা নুরুল ইসলাম রুবেল নাশকতার কর্মকান্ডের পরিকল্পনা নেয়ার সময় দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠক গোলাম মওলা রনি তাকে আটক করে পটিয়া থানায় সোপর্দ করে।
গোলাম মওলা রনি বলেন, আওয়ামী লীগের নকডাউন কর্মসুচিকে নিয়ে ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল এর নেতৃত্বে নাশকতার কর্মকান্ড পরিকল্পনা করার সময় তাকে আটক করে পটিয়া থানার ওসিকে উপহার হিসেবে প্রদান করলাম।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, নুরুল ইসলাম রুবেল একজন নিষিদ্ধ ছাত্র লীগের সক্রিয় কর্মী ছিলেন। তাকে আমরা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্হা করব।
নিষিদ্ধ ছাত্র লীগের নেতা নুরুল ইসলাম রুবেল পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের নুরনবীর পুত্র। সে পটিয়া উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক পদের দায়িত্ব পালন করেছিলেন।





















