, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের আগুন: অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

  • প্রকাশের সময় : ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার ধুনটেও একই কায়দায় দুর্বৃত্তরা আগুন লাগানোর চেষ্টা করেছে। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখার বাইরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এতে ব্যাংকের নামফলক ও বারান্দার কিছু আসবাবপত্র পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

‎ব্যাংক সূত্র জানায়, ঘটনার সময় শাখার ম্যানেজার মাসুদ রানা ও নৈশ প্রহরী ভেতরে অবস্থান করছিলেন। প্রথমে নৈশ প্রহরী ধোঁয়া দেখে বিষয়টি টের পান এবং দ্রুত ম্যানেজারকে জানান। তারা দু’জন পানি ও বালুর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎ম্যানেজার মাসুদ রানা বলেন, “দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রল ছিটিয়ে আগুন দেয়। আমরা দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হতো। অভ্যন্তরীণ কোনো কাগজপত্র বা মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়নি।” তিনি জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

‎ঘটনার বিষয়ে ধুনট ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার সজীব বলেন, “আমাদেরকে কেউ অবগত করেনি। অগ্নিকাণ্ডের তথ্য আমরা পরে জানতে পারি।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, “অগ্নিকাণ্ডের বিষয়টি আমাদের জানা আছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি টহল ও আইন-শৃঙ্খলা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।”

‎শেরপুরে গ্রামীণ ব্যাংক অগ্নিকাণ্ডের ঘটনার পর ধুনটেও একই ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মনে করছেন, নজরদারি আরও জোরদার করা জরুরি, নইলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

জনপ্রিয়

পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের আগুন: অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

প্রকাশের সময় : ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার ধুনটেও একই কায়দায় দুর্বৃত্তরা আগুন লাগানোর চেষ্টা করেছে। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখার বাইরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এতে ব্যাংকের নামফলক ও বারান্দার কিছু আসবাবপত্র পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

‎ব্যাংক সূত্র জানায়, ঘটনার সময় শাখার ম্যানেজার মাসুদ রানা ও নৈশ প্রহরী ভেতরে অবস্থান করছিলেন। প্রথমে নৈশ প্রহরী ধোঁয়া দেখে বিষয়টি টের পান এবং দ্রুত ম্যানেজারকে জানান। তারা দু’জন পানি ও বালুর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎ম্যানেজার মাসুদ রানা বলেন, “দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রল ছিটিয়ে আগুন দেয়। আমরা দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হতো। অভ্যন্তরীণ কোনো কাগজপত্র বা মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়নি।” তিনি জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

‎ঘটনার বিষয়ে ধুনট ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার সজীব বলেন, “আমাদেরকে কেউ অবগত করেনি। অগ্নিকাণ্ডের তথ্য আমরা পরে জানতে পারি।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, “অগ্নিকাণ্ডের বিষয়টি আমাদের জানা আছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি টহল ও আইন-শৃঙ্খলা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।”

‎শেরপুরে গ্রামীণ ব্যাংক অগ্নিকাণ্ডের ঘটনার পর ধুনটেও একই ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মনে করছেন, নজরদারি আরও জোরদার করা জরুরি, নইলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।