
এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলায় আয়োজিত এই প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক কৃষক দলের নেতাকর্মী অংশ নেন। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আকতারুজ্জামান প্রধান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব ফোরকানুল ইসলাম ফকির মুকুল। প্রধান বক্তা আকতারুজ্জামান প্রধান বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কৃষক দলের জনপ্রিয় নেতা ফকির ইস্কান্দার আলম জানুর বিরুদ্ধে কুৎসা রটনা করছে। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কৃষক দল ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। এ সময় জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু তার বক্তব্যে সাংবাদিকদের কাছে দেওয়া কথিত গোপন সাক্ষাৎকার এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে ‘সম্পূর্ণ অপপ্রচার, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ বলে আখ্যায়িত করেন। তিনি এই মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন,”আমার বিরুদ্ধে যারা এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে, আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব। সত্যের জয় নিশ্চিত, এবং এই অপপ্রচারের মূল হোতাদের মুখোশ উন্মোচিত হবে।”বক্তব্যের শেষে নেতাকর্মীরা অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।





















