
মোঃআবদাল মিয়া মৌলভীবাজার প্রতিনিধি :
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ, কমলগঞ্জ ও
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি এর যৌগ উদ্দোগ্যে “জীবনব্যাপী ডায়াবেটিস” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করেছে। দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডা. মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কমলগঞ্জ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. মমিনুল হাসান, এলাকা ব্যবস্থাপক, স্বাস্থ্য কর্মসূচি, ব্র্যাক। আলোচনায় বক্তব্য রাখেন ডা. কনক কান্তি সিনহা, মেডিকেল অফিসার; মো. দুলাল মিয়া, স্যানিটারি ইন্সপেক্টরসহ আরও অনেকে।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন নাজমুল হাসান, কর্মসূচি সংগঠক, কমলগঞ্জ এবং সবুজ রায়, কর্মসূচি সংগঠক, শ্রীমঙ্গল।
ডায়াবেটিস দিবস উপলক্ষে মইদাইল গ্রামে দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় অর্ধশতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং ডায়াবেটিস বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।





















