
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাহজাহানপুর উপজেলায় আজ সকালে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাত এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয় মাইল এলাকায় সকালে পথচারীরা নবজাতকটিকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। শিশুটিকে কে বা কখন সেখানে রেখে গেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন রয়েছে কি না, সেটিও তখন নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।
খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করে। পরে দ্রুত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের নবজাতক ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে পুলিশ নবজাতকটির বাবা-মা বা অভিভাবকের পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।





















