
এম. এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। গত রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন” গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২০) ও শেরপুর পৌরসভার গোসাইপাড়া মহল্লার শাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন তাদের আরেক বন্ধু উৎসব চক্রবর্তী (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল চালক শাহাবুল হাসান নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি দোকানের শাটারে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাতে ১০টার দিকে মেহেদী ও শাহাবুল মারা যান। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উৎসব চক্রবর্তী বাড়ি ফিরে গেছেন।
আহত উৎসব চক্রবর্তী জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।
স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে শাহাবুল হাসান তার ফেসবুক প্রোফাইলে একটি নোট স্ট্যাটাস দেন “সাদা কাপড়, মাটির ঘর, বাঁশের ছাউনি।” দুর্ঘটনার পর এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে এক ধরনের অদ্ভুত পূর্বাভাস হিসেবে উল্লেখ করলেও নিকটজনদের মতে, এটি সম্ভবত শাহাবুলের স্বাভাবিক রসিকতার ভঙ্গি ছিল, যা এখন সবার জন্য বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিহত দুই বন্ধুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





















