
গাজীপুরের টংঙ্গী ঘোড়াশাল বাইপাসে (বড়নগর রোডের নিকটস্ত) আরিফুলের গেরেজ এর সামনে শুক্রবার ২৫শে এপ্রিল দুপুরে মাহাবুব নামের এক অটো চালক মর্মান্তিক সড়ক দূর্ঘটানার মারা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহত মাহবুব তার বড় ভাই আরিফুল এর গ্যরেজ এর সামনে নিজের অটো গাড়ি পরিস্কার করতে ছিল। সেসময় ঢাকা মেট্রো-ট-১৭-১০৪৬) নাম্বারের একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাহাবুব এর শরীরের উপরে উঠিয়ে দেয়। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ড্রাম ট্রাক রেখে চালাক এবং হেলপার পালিয়ে যায়। ওই সময় মাহবুবকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে, মাহবুবের স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। ঘাতক ড্রাম ট্রাকটি বর্তমানে কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং ড্রাইভার ও হেল্পার পলাতক আছে।
নিহত মাহাবুব গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড এর মুনসেফপুরের মৃত তমিজ উদ্দিন এর ২য় ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ ঘোড়াশাল বাইপাস বড়নগর রোড সংলগ্ন আরিফুল ইসলামের বাড়ির সামনে বাইপাস সড়কের পাশে একটি গ্যরেজ ব্যবসায়িকভাবে গাড়ি পরিষ্কার করার জন্য একটি গাড়ি পরিষ্কারের স্থান তৈরি করে।