
মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার :
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সাবেক বিএনপি নেতা রাসেল মোড়ল (৪১)। গতকাল রোববার ভোররাতে শ্রীপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে পাঠানটেক এলাকা থেকে আটক করে। পরে পুলিশি প্রসিকিউশনের ভিত্তিতে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামি রাসেল মোড়ল (৪১) বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত হাবীবুর রহমান মোড়লের সন্তান ও বরমী ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক।
থানা পুলিশ জানায়, এসআই মনোয়ার ও এসআই তাজুলের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম রাত ৩টার দিকে রাসেল মোড়লকে আটক করে। তাঁর কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও এক পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
স্থানীয় বিএনপির একটি সূত্রের দাবি, বরমী এলাকায় দীর্ঘদিন ধরেই অস্থিরতা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে পরিচিত রাসেল মোড়ল। তাঁকে গ্রেপ্তারের পর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির থানায় গিয়ে তদবির করেন। অভিযোগ রয়েছে, তাঁর তদবিরের পর পুলিশ সরাসরি আদালতে না পাঠিয়ে ‘কৌশলে’ কম সাজা নিশ্চিত করে। উদ্ধার হওয়া হেরোইনের ভিত্তিতে তাঁর আরও বেশি সাজা হওয়ার কথা ছিল বলেও দাবি সূত্রটির।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘অভিযানে তাঁর কাছ থেকে ইয়াবা ও হেরোইন পাওয়া যায়। প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সাজা দিয়েছেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম বলেন, ‘পুলিশ প্রসিকিউশন দিয়েছে এবং অভিযুক্ত নিজেও স্বীকার করেছেন যে তাঁর কাছ থেকে মাদক পাওয়া গেছে। ভিডিওসহ প্রয়োজনীয় প্রমাণ পুলিশ জমা দিয়েছে। সব দিক যাচাই করে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।





















