
মুজিবুর রহমান কালীগঞ্জ(গাজিপুর)প্রতিনিধি:
খাদ্যদ্রব্যে পাটজাদ মোড়ক দ্রব্য ব্যবহার এর উপর জামালপুর বাজারে অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল (মঙ্গলবার ২৫ নভেম্বর ২৫) সকালে জামালপুর বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সারোয়ার লিম।
এ সময় পাটজাতীয় মোড়ক হিসেবে পলিব্যাগ ব্যবহার করায় হাবিবুল্লাহ বাগমারকে ১ টি মামলায় ৫,০০০/-(পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
প্রসিকিউটরের হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আজিমউল ইসলাম , পাট উন্নয়ন কর্মকর্তা , পাট অধিদপ্তর , গাজীপুর বেঞ্চ সহকারীর মাহবুবুল ইসলাম।
ক্যাপশণ : জরিমানা আদায় করার ছবি।





















