
রানা মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
শুক্রবার (জুমা) নামাজ শেষে শ্রীমঙ্গলের চৌমুহনা পয়েন্টে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাউল আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত এ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, যারা ইসলামের অবমাননা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা প্রশাসনের প্রতি অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।




















