
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ার আরবি বিশ্ববিদ্যালয় খ্যাতি অর্জনকারী শিক্ষা প্রতিষ্টান আল-জামিয়া
আল-ইসলামিয়ার মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে ২দিন ব্যাপি ৮৬তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু হয়।
২৭শে ও ২৮শে নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) অনুস্টিত ১ম দিনের সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার জোহরের নামাজের পর।শেষ হয় রাত ১টা।২য় দিনে(শুক্রবার)সম্মেলন শুরু হয় সকালের নামাজের পর এবং শেষ হয় আছরের নামাজের পর।জুমার নামাজে ও আখেরি মুনাজাতে শরীক হতে দুর দুরান্ত হতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা জামিয়ার ময়দানে জমায়েত হয়।মাদ্রাসার সম্মুখে রেল লাইনের উভয় পাশে বসে ২শতের অধিক মেলার দোকান।বিভিন্ন রকমের পসরা নিয়ে চলে বেচাকেনা।ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠে মাদ্রাসার সভার উৎসব।হাজার হাজার মুসল্লী উপস্থিত থেকে জুমার নামাজ ও আখেরি মুনাজাত আদায় করার মাধ্যমে ৮৬ তম ইসলামী মহাসম্মেলন শেষ হয়।
এতে দেশ বিদেশের খ্যাতিমান আন্তর্জাতিক উলামায়ে কেরামগন এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সম্মেলনে ২দিন ব্যাপি
গুরুত্বপূর্ণ বয়ান রাখেন।
জামেয়ার মহাপরিচালক
মুফতি আবু তাহের কাসেমী নদভী বলেন, আল-জামেয়া আল-ইসলামিয়া মাদ্রাসার ৮৬তম বার্ষিক ইসলামি মহা সম্মেলন। এতে দেশ বিদেশী ইসলামের খ্যাতিমান উলামায়ে কেরাম গণ উপস্থিত থেকে ইসলামের গুরুত্বপূর্ণ বয়ান রাখেন।




















