
মীর শাহীন স্টাফ রিপোর্টার লালমোহন (ভোলা) :
ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ নভেম্বর) বাদমাগরিব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন পাটওয়ারী, সফিউল্লাহ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল দোয়া মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মোনাজাতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে গনতন্ত্রের একমাত্র জননী, বাংলাদেশের অবিসংবাদিত আপোষহীন নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।



















