
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে ভারত থেকে অবৈধভাবে আসা প্রায় অর্ধকোটি টাকার বিপুল পরিমাণ প্রসাধনী উদ্ধার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ। অদ্য ২৯ নভেম্বর ২০২৫ ইং শনিবার শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন আটককৃত ব্যক্তির নাম শান্ত ইসলাম ওরফে রনি (৩৫)। সে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ এলাকার বাসিন্দা। এসময় বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় তৈরি প্রসাধনী জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্ব ও দিকনির্দেশনায় উপপরিদর্শক রেজাউল ও সাদেক সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয় গঠিত পুলিশ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে সিলেট থেকে আসা ঢাকামুখী একটি কভার্ডভ্যান আটক করেন। এসময় কভার্ডভ্যান এর ভিতরে ৬ বস্তা ২৩০৪ পিস নিভিয়া (বড়) ক্রীম, ৪ বস্তা ২৪০০ পিস নিভিয়া (ছোট) ক্রীম, ১৪ বস্তা ৩০২৪ পিস লোশন, ৮ বস্তা ৮৯৬০ পিস বেটনোভেট ক্রীম ও ১০ বস্তায় ২৪০ কেজি চা পাতা উদ্ধার সহ কভার্ডভ্যান চালককে আটক করা হয়। শিবপুর মডেল থানার
অফিসার ইনচার্জ আফজাল হোসাইন জানান,ঢাকা-সিলেট মহাসড়ক হতে ঢাকামুখী একটি কভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার মূল্যের শুল্কবিহীন ভারতীয় তৈরি প্রসাধনী উদ্ধার করা হয়। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলার নং ২০ তাং ২৯/১১/২০২৫ ইং।



















