
এস এ খান শিল্টু মেহেরপুর প্রাতিনিধি : “সততাই আমাদের শক্তি” এই প্রতিপাদ্যকে ধারণ করে যাত্রার ১১টি বছর পূর্ণ করল দৈনিক সময়ের সমীকরণ।
পত্রিকাটির ১১তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উদযাপিত হয়।
পত্রিকাটির মেহেরপুর জেলা প্রতিনিধি এস এ খান শিল্টুর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান সাংবাদিক আবু আক্তার করণের সঞ্চালনায় সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর আলম সেলিম।
সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল হক লিটন, সাংবাদিক ডিএম মকিদ ১ম শ্রেণির ঠিকাদার উত্তম কুমার শাঁখারী ননী প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে জেলার সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সুশাসন প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা দৈনিক সময়ের সমীকরণের সততা ও নিষ্ঠার সঙ্গে পথচলাকে প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কেক কাটার পর অতিথিদের সঙ্গে নিয়ে স্মৃতিচারণ ও মতবিনিময় করা হয়। সবশেষে মেহেরপুর প্রতিনিধি এস এ খান শিল্টু সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



















