
জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
চট্টগ্রাম বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) এর উদ্যোগে অনুষ্ঠিত হলো অরাজনৈতিক, আধ্যাত্মিক ও সমাজকল্যাণমূলক সংগঠনটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। দেশের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রচারকে কেন্দ্র করে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা, পীর-মাশায়েখ, সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দসহ অসংখ্য অনুসারী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতবাড়ী দরবার শরীফের পীর সাহেব, আল্লামা আলহাজ্ব শাহ্ সূফী সাইয়্যেদ নাঈম উদ্দিন আহমেদ (মাঃজিঃআঃ) সাহেব কেবলা। তিনি ইসলামের সঠিক আদর্শ, মানবিক মূল্যবোধ ও তরিকতের নৈতিক শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় জেলা পরিষদ চট্টগ্রাম মিলনায়তনে, যেখানে অংশগ্রহণকারীদের স্বাগত জানান সংগঠনের স্থানীয় নেতারা। সভায় বিটিপির পক্ষ থেকে বলা হয়— তরিকতের মূল লক্ষ্য মানুষের অন্তরে নৈতিকতা, শান্তি, সহনশীলতা এবং আল্লাহ ও রাসুলের প্রতি গভীর প্রেম জাগিয়ে তোলা।
পীর সাহেব কেবলা তাঁর বক্তব্যে বলেন—
“বর্তমান সময়ে সমাজে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে আধ্যাত্মিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তরিকত পরিষদ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি সকলকে অহিংসা, ভ্রাতৃত্ববোধ, হক ও সত্যের পথে অটল থাকার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক চর্চায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় বক্তারা চট্টগ্রামসহ সারাদেশে তরিকতের কার্যক্রম আরও সংগঠিত, সুদৃঢ় ও জনবান্ধব করার বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন।
সভা শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, মানুষের কল্যাণ এবং সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।



















