, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

বাংলাদেশি বংশোদ্ভূত তিন বছরের শিশু সার্ভিয়া হাসান এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

  • প্রকাশের সময় : ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৩৭ পড়া হয়েছে

আবদাল মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শিশু সার্ভিয়া হাসান বিশ্বের সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবে গল্পের বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) অর্জন করেছে। “Youngest Person to Publish a Book (Female)” ক্যাটাগরিতে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করে সে বাংলাদেশ ও বাংলাদেশি প্রবাসীদের গর্বের কারণ হয়ে উঠেছে। সার্ভিয়ার গল্পের বইটি দু’টি সংস্করণে প্রকাশিত হয়েছে- বাংলা সংস্করণ “সার্ভিয়ার ছোট্ট পৃথিবী” এবং ইংরেজি সংস্করণ “Sarvia and Her Little World”। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বইয়ের প্রতিটি গল্প এবং প্রতিটি ইলাস্ট্রেশন সার্ভিয়ার নিজের তৈরি। একজন শিশুর কল্পনাশক্তি ও সৃজনশীলতার এক অনন্য নিদর্শন এই বই।

যদিও সার্ভিয়া প্রিম্যাচুর বেবি হিসেবে জন্মগ্রহণ করেছিল কিন্তু তার সৃজনশীলতা ও পরিবারের অক্লান্ত সহযোগিতায় সেসব বাধা অতিক্রম করে আজ এই বিশ্ব রেকর্ড গড়েছে। যেখানে একসময় তার পিয়ারদের সাথে তাল মেলাতে পারবে কিনা সেটা নিয়ে উদ্বেগ ছিল পরিবারের, সেখানে আজ সে একটি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ডধারী।
সার্ভিয়ার বইটি বাংলাদেশে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে Amazon-এর মাধ্যমে বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছে যাচ্ছে।

সার্ভিয়ার বাবা মো. মেহেদী হাসান এবং মা জারিন ফাইরোজ মুন বলেন, “প্যারেন্ট হিসেবে এতটা এক্সপেক্টেশন কখনোই ছিলো না আমাদের। ওর জন্য যা বেস্ট হয় শুধু সেটাই করার চেষ্টা করেছি। কিন্তু যেই রিকগনিশন পেলো বাচ্চাটা, আমাদের প্রতিটা কষ্ট সার্থক হয়েছে।”

প্রতিভা প্রকাশ এর কর্ণধার কবি মঈন মুরসালিন বলেন, এই অর্জন শুধু সার্ভিয়া বা তার পরিবারের জন্য নয়, এটি সারা বিশ্বের বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিশুর এই সাফল্য প্রমাণ করে যে সঠিক সহযোগিতা ও উৎসাহ পেলে যেকোনো শিশুই অসাধারণ কিছু করতে পারে। সার্ভিয়া হাসান একজন বাংলাদেশি-আমেরিকান শিশুশিল্পী ও গল্পকার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই ছোট্ট লেখিকা তার সৃজনশীল গল্প ও নিজ হাতে আঁকা ছবির মাধ্যমে পাঠকদের মন জয় করেছে।

জনপ্রিয়

বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

বাংলাদেশি বংশোদ্ভূত তিন বছরের শিশু সার্ভিয়া হাসান এর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

প্রকাশের সময় : ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

আবদাল মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শিশু সার্ভিয়া হাসান বিশ্বের সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবে গল্পের বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) অর্জন করেছে। “Youngest Person to Publish a Book (Female)” ক্যাটাগরিতে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করে সে বাংলাদেশ ও বাংলাদেশি প্রবাসীদের গর্বের কারণ হয়ে উঠেছে। সার্ভিয়ার গল্পের বইটি দু’টি সংস্করণে প্রকাশিত হয়েছে- বাংলা সংস্করণ “সার্ভিয়ার ছোট্ট পৃথিবী” এবং ইংরেজি সংস্করণ “Sarvia and Her Little World”। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বইয়ের প্রতিটি গল্প এবং প্রতিটি ইলাস্ট্রেশন সার্ভিয়ার নিজের তৈরি। একজন শিশুর কল্পনাশক্তি ও সৃজনশীলতার এক অনন্য নিদর্শন এই বই।

যদিও সার্ভিয়া প্রিম্যাচুর বেবি হিসেবে জন্মগ্রহণ করেছিল কিন্তু তার সৃজনশীলতা ও পরিবারের অক্লান্ত সহযোগিতায় সেসব বাধা অতিক্রম করে আজ এই বিশ্ব রেকর্ড গড়েছে। যেখানে একসময় তার পিয়ারদের সাথে তাল মেলাতে পারবে কিনা সেটা নিয়ে উদ্বেগ ছিল পরিবারের, সেখানে আজ সে একটি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ডধারী।
সার্ভিয়ার বইটি বাংলাদেশে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে Amazon-এর মাধ্যমে বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছে যাচ্ছে।

সার্ভিয়ার বাবা মো. মেহেদী হাসান এবং মা জারিন ফাইরোজ মুন বলেন, “প্যারেন্ট হিসেবে এতটা এক্সপেক্টেশন কখনোই ছিলো না আমাদের। ওর জন্য যা বেস্ট হয় শুধু সেটাই করার চেষ্টা করেছি। কিন্তু যেই রিকগনিশন পেলো বাচ্চাটা, আমাদের প্রতিটা কষ্ট সার্থক হয়েছে।”

প্রতিভা প্রকাশ এর কর্ণধার কবি মঈন মুরসালিন বলেন, এই অর্জন শুধু সার্ভিয়া বা তার পরিবারের জন্য নয়, এটি সারা বিশ্বের বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিশুর এই সাফল্য প্রমাণ করে যে সঠিক সহযোগিতা ও উৎসাহ পেলে যেকোনো শিশুই অসাধারণ কিছু করতে পারে। সার্ভিয়া হাসান একজন বাংলাদেশি-আমেরিকান শিশুশিল্পী ও গল্পকার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই ছোট্ট লেখিকা তার সৃজনশীল গল্প ও নিজ হাতে আঁকা ছবির মাধ্যমে পাঠকদের মন জয় করেছে।