
কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্যারামাউন্ট কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি স্কুল গান্ধাইল শাখার শিক্ষক রব্বানী কর্তৃক ৩য় শ্রেণীর শিক্ষার্থী নাফি রহমানকে বেত্রাঘাত ঘটনা ও প্রতিষ্ঠানটিতে চলমান নানা অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে উপজেলা শিক্ষা অফিস। কাজিপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ ও একই পদমর্যাদার মাসুদ রানা যৌথভাবে ঘটনার তদন্তভার পাওয়ার পর সোমবার (১ ডিসেম্বর) খ্রি. তারিখে নোটিশ জারি করে অভিযোগকারী এবং অভিযুক্ত শিক্ষককে আগামী বুধবার ঘটনাস্থলে উপস্থিত থাকার নির্দেশক্রমে অনুরোধ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫/১১/২০২৫ খ্রি. তারিখে প্যারামাউন্ট কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি স্কুল গান্ধাইল শাখার শিক্ষক রব্বানী কর্তৃক ৩য় শ্রেণীর শিক্ষার্থী নাফি রহমানকে বেত্রাঘাতের ঘটনা ঘটে, এতে নাফি অসুস্থ হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় ঔষধের দোকানে প্রাথমিক চিকিৎসা শেষে নাফিকে বাড়িতে পাঠিয়ে দেয়। এবং এই ঘটনা বাড়িতে না জানানোর জন্য বলে। অভিযোগে উল্লেখ করা হয় , বেত্রাঘাতের বিষয়টি ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানটির একাধিক বিষয় রয়েছে যা শিক্ষা কার্যক্রমের বিরোধী, এর মধ্যে অস্বাস্থ্যকর টয়লেট ও ক্লাস রুম, প্রশিক্ষিত শিক্ষকের অভাব, ক্লাস রুমে লাঠি ব্যবহার, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ না করা, অতিরিক্ত বেতন আদায়, বাধ্যতামূলক কোচিং ব্যবসা এবং অনিরাপদ ক্যাম্পাস। শিশুকে বেত্রাঘাতের ঘটনা এবং শিশুদের নিরাপদ শিক্ষাঙ্গনের স্বার্থে প্রতিষ্ঠানটিতে চলমান নানা অনৈতিক বিষয় উল্লেখ করে নাফি রহমানের পিতা কাউছার রহমান গত ৩০/১১/২০২৫ খ্রি. তারিখে প্যারামাউন্ট কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি স্কুল গান্ধাইল শাখার শিক্ষক রব্বানীর বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে উপজেলার পরানপুর গ্ৰামের অন্যরকম বিদ্যানিকেতনে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে বেত্রাঘাত করে, এই ঘটনায় নিয়মিত মামলা চলমান আছে।






















