
কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৫৯ নং দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কাগজ কলমে মোট ৬৪ জন ছাত্র-ছাত্রীর রয়েছে। শিক্ষক রয়েছেন ছয়জন।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর দুইটায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩য় শ্রেণিতে এক ডজন ছাত্র-ছাত্রী কাগজে কলমে থাকলেও বাস্তবে চলতি বার্ষিক পরীক্ষা দিচ্ছে ৫ জন শিক্ষার্থী। এ বিষয়ে প্রধান শিক্ষক শাহানারা খাতুন বলেন, অসুস্থতার কারণে বাকী শিক্ষার্থীরা আসে নাই। গতকালও ৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।শুভগাছা ইউনিয়নের দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধান শুকানো হচ্ছে কেন প্রশ্ন করা হলে প্রধান শিক্ষক শাহানারা খাতুন বলেন, দেশে কি আইন আছে। তখন তিনি বলেন না করলেও এলাকার মানুষ শোনে না। আরও কিছু তথ্য চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এরচেয়ে বেশি কিছু বলতে পারবেনা। এবিষয়ে কাজিপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করা হবে।
























