
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা শামসুল হক সরকারী কলেজ রোডে আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া অনুষ্ঠিত।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজির আহমেদ টিটোর পক্ষ থেকে এই গণদোয়া অনুষ্ঠিত হয়।
মঞ্চে ছিল বেগম খালেদা জিয়ার বড় আকারের ব্যানার তার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত তুলে দোয়া প্রার্থনা করেন।
বিশেষ কারনবশত বেনজীর আহমেদ টিটো উপস্থিত না থাকলেও তিনি মুঠোফোনে বক্তব্যে রাখেন,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওতাধীন বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক , সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, এছাড়াও উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, “দেশনেত্রীর সুস্থতা আমাদের সকলের আশা—তার দ্রুত আরোগ্য কামনায় এই গণদোয়া।
স্থানীয় এলাকাবাসীও দোয়া মাহফিলে অংশ নেন। শান্ত পরিবেশে মিলাদ, মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়।



















