
আব্দুল আজিজ, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ গোলাম রব্বানী সরদার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মোঃ গোলাম রব্বানী সরদার। তিনি তার দায়িত্বকালীন সময় নাচোলের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সেবায় দ্রুততা ও স্বচ্ছতা আনতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। উন্নয়নমূলক কার্যক্রমে আপনারা যে পরামর্শ দেবেন, সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নাচোলকে একটি উন্নয়নমুখী ও জনবান্ধব উপজেলায় পরিণত করতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।
উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ:
নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার
নাচোল পৌর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম
নাচোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী
নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহুরুল ইসলাম জহির
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নাসিম আলী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন
নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা
নাচোল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন,ও আব্দুল আজিজ নাচোল সংবাদদাতা, দৈনিক খবরের কাগজ
এছাড়া অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— হাবিবুল্লাহ শিপন, আরিফুল ইসলাম আরিফ ও সোহেল রানা।
সভায় সাংবাদিকরা নতুন ইউএনওকে অভিনন্দন জানান এবং নাচোলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ইউএনওর নেতৃত্বে নাচোল আরও উন্নত প্রশাসনিক সেবা পাবে এবং সাধারণ নাগরিকরা আরও সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
উপজেলার সার্বিক উন্নয়ন এবং গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় নাচোলকে একটি অগ্রগামী মডেল উপজেলায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করে মতবিনিময় সভা শেষ হয়।



















