
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে ফকিরা মসজিদ সংলগ্ন বাইক দূঘটনায় মোহাম্মদ নয়ন ইসলাম (২৮)নামের এক বাইক আরোহী নিহত হয়।
স্হানীয় জিরি ইউপি সদস্য (৭নং ওয়ার্ড)ফয়েজ আহমদ জানান,বাইক আরোহী নয়ন ও তার বন্ধু রবিউল ৫ই ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৫টা মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারত করে বাড়ি ফিরতে জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ সংলগ্ন নিয়ন্ত্রন হারিয়ে বাইক দূঘর্টনায় উভয়ই আহত হলে শেভরন হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা দেন।
নয়নের চাচাত ভাই আবদুল আল মারুফ বলেন,নয়ন ও রবিউল বন্ধু,চলাফেরা একসাথে,এক বাড়ি,উভয়ের চাকরি একই ব্যাংক,ইসলামী ব্যাংক চট্টগ্রাম খাতুনগন্জ শাখায় সহঃ অফিসার পদে। বৃহস্পতিবার রাতে দুজনেই ১টি বাইক নিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফ জেয়ারত করে শুক্রবার সকালে বাড়ি ফেরার পথে হঠাৎ বাতাসে গায়ে থাকা চাদরে বাইক চালক নয়নের চোখ মুখ ঢেকে যায়।তখন বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে দুজনেই গুরতর আঘাত পেয়ে নয়ন মারা যায়,রবিউল চিকিৎসাধীন আছে।
পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া গ্রামের মজিবুর রহমান ১ম পুত্র।সে পটিয়া উপজেলার ছাত্র লীগের উপ পরিবেশ সম্পাদকের দায়িত্বে ছিলেন।



















