
মোমিন আলি লস্কর জয়নগর আন্তর্জাতিক প্রতিনিধ :
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে বাংলাকে বঞ্চনা, বাংলা ভাষা ও বাঙালীকে অসম্মান SIR নাম করে দেশবাসীর নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত ও সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে ঐতিহাসিক মহামিছিল অনুষ্ঠিত হয়। জয়নগর দুই নম্বর ব্লকের অধীনে মোল্লার চকমোড়
থেকে নিমপীঠ ব্লক অফিস
পর্যন্ত জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাসের নেতৃত্বে এক মহা মিছিল অনুষ্ঠিত হয়।SIR কে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে গন আন্দোলন গড়ে উঠেছে জয়নগর দুই নম্বর ব্লকে। এই মিছিলে প্রায় ৪০ হাজারের অধিক তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই ঐতিহাসিক পথযাত্রা বিভিন্ন মহিলা সংগঠন থেকে মহিলারা এই পথ সভায় পা মেলায়। এইপথ সভায় মহিলাদের উপস্থিত চোখে পড়ার মতো। এই ঐতিহাসিক পথসভায় উপস্থিত ছিল জয়নগর বিধানসভার বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস , জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট সমাজ সেবিক তুহিন বিশ্বাস , জয়নগর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রিয়াংকা মন্ডল , দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা। সেলিম শেখ, কণ কান্তি হালদার, মাধব হালদার , গড়দেওয়ানী অঞ্চলের অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক ও সমাজ সেবিক শাহাবুদ্দিন শেখ ,প্রধান প্রতিনিধি হারুন রশিদ মোল্লা,
অঞ্চল সভাপতি শ্যামল দাস, প্রধান আজিজুল মোল্লা । ময়দা অঞ্চলের অঞ্চল সভাপতি জান্নাত হোসেন মোল্লা, গোবিন্দ বিশ্বাস, প্রধানের প্রতিনিধি সুশীল নস্কর ।জয়নগর বিধান সভার প্রতিটি অঞ্চলের প্রধান, উপপ্রধান, সহ স্থানীয় তৃণমূল নেতা নেতৃত্বরা। জয়নগরের **বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,* যেভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে আগামী দিনে বিজেপি নামক সম্প্রদায়িক দল খড়কুটোর মতো উড়ে যাবে। এস আই আর নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার ও নির্বাচন কমিশন সাধারণ মানুষরা ভয়-ভীতির কারণে আত্মহত্যা ও বি এল ওরা অসুস্থ হচ্ছে, এই মৃত্যুর দ্বায়ী নির্বাচন কমিশনকে নিতে হবে। তিনি এই সভা থেকে বলেন বিজেপি সহ অনন্য দলকে জামানা জব্দ করে দেব।আমাদের জননেতা অভিষেক দা যাহা বলে তাই দেখিয়ে দেয়,। এস আই আর নিয়ে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়া, যদি একটা বৈধ নাম বাদ যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তীব্র বিরোধিতা করবে বলে তিনি জানান।বকুলতলা থানার ভারপ্রাপ্ত আই সি বিশাল পুলিশ বাহিনী সহযোগিতায় এই ঐতিহাসিক পথসভা সুশৃংখল ভাবে সুসম্পন্ন করেছেন।



















