
জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামে সাবেক ইউপি মেম্বার আ.লীগ নেতা আবু মুসা সরকার হত্যা মামলার প্রধান অভিযুক্ত সায়েম ওরফে সাইম মিয়া (৩৫)–কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার মিরপুর মডেল থানাধীন আহমদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে সায়েমকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সায়েম (৩৫) একই ইউপির মঙ্গল মিয়া ও সুফিয়া বেগমের ছেলে এবং আশ্রাফবাদ গ্রামের বাসিন্দা।
এর আগে গত (৩০ নভেম্বর) ছলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাবেক ইউপি মেম্বার আবু মুসা সরকারকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সায়েমকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রকৃত হত্যাকারীকে গ্রেফতারে তৎপর ছিল।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতার শিকার করে আসামি সায়েম, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটির অবস্থান জানায়। তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির উত্তর পাশের মসজিদের ময়লার ট্যাংকি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে, আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



















