
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাহজাহানপুর উপজেলার শাকপালা মোড় এলাকা থেকে দীর্ঘ ২৩ বছর পলাতক থেকে গ্রেফতার এড়ানো এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. হাফিজুর রহমান (৫৫) কে আটক করেন। তিনি বগুড়া গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
২০০২ সালে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডসহ গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই তিনি আদালতে হাজির না হয়ে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন।
মামলার গ্রেফতারি পরোয়ানাটি গাবতলী থানায় মূলতবি রয়েছে। আসামিকে গ্রেপ্তারের পর গাবতলী থানায় এ সংক্রান্ত বেতার বার্তা প্রেরণ করা হয়েছে।



















