
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট পৌরসভার ২নং ওয়ার্ডের চড়পাড়া গ্রামে এক কৃষকের সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আশাদুল ইসলাম বাবু (৩২) পূর্ব ভরণশাহী গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে। তিনি জানান, চড়পাড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে আলেফ উদ্দিন ও তার লোকজন ধুনট মৌজার জে.এল. নং ৩৭, এস.এ খতিয়ান নং ১০৭৬, দাগ নং ৭০৭৩ – মোট ৬৪ শতক ধানী জমির মধ্যে ১৭ শতক জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ শুরু করেন।
তিনি আরও জানান, “আমার জমিতে ঘর তোলা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আলেফ উদ্দিনকে ঘর নির্মাণের বিষয়ে জিজ্ঞাসা করি। তখন তিনি ও তার লোকজন আমার সঙ্গে অশালীন আচরণ করেন এবং আমাকে মারধরের জন্য তেড়ে আসেন। জীবনভয়ে আমি সেখান থেকে ফিরে আসি।”
তিনি জানান, খবর লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলেফ উদ্দিন জানান, “আমরা আমাদের করায়ত্ত সম্পত্তিতে ঘর নির্মাণ করছি। দীর্ঘদিন ধরে আমরা এ জমি ভোগদখল করে আসছি। বাদী আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করার চেষ্টা করছে।”
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “জোরপূর্বক ঘর নির্মাণের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



















