
এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে গুলিকরে হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রাতে ঝালকাঠির নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র সমাজ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করে। এসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই দাবিতে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বিক্ষোভের ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘটনার পরও জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।



















