, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়নে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ রাতে আধারে ঘুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শহীদ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৪৩ পড়া হয়েছে

এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি  : জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় শহরের রাজপথ।

‎১৯/১২/২৫ শুক্রবার বাদ জুমা মেহেরপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে জুলাই ঐক্যের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের জুলাই স্মৃতিসৌধে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদীর হত্যার ন্যায়বিচার দাবি করেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান।

‎মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাকিল আহম্মেদ, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলারসহ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী।

‎মিছিলে “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আমি কে তুমি কে, হাদি হাদি”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
‎বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে অকুতোভয় প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

‎উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শহীদ হন ওসমান হাদী। তাঁর মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

জনপ্রিয়

ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন

শহীদ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময় : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি  : জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় শহরের রাজপথ।

‎১৯/১২/২৫ শুক্রবার বাদ জুমা মেহেরপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে জুলাই ঐক্যের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের জুলাই স্মৃতিসৌধে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদীর হত্যার ন্যায়বিচার দাবি করেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান।

‎মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাকিল আহম্মেদ, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলারসহ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী।

‎মিছিলে “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আমি কে তুমি কে, হাদি হাদি”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
‎বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে অকুতোভয় প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

‎উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শহীদ হন ওসমান হাদী। তাঁর মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।