
এস এ খান শিল্টু মেহেরপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে মেহেরপুরে ইজিবাইক, অটো রিকশা ও ভ্যান চালক সমিতির নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। শনিবার ১১টার দিকে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ ও চালক সমিতিকে একযোগে কাজ করতে হবে। আইন মেনে গাড়ি চালানো, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালকদের সহযোগিতা অপরিহার্য। সবাই সচেতন হলে দুর্ঘটনা ও যানজট অনেকাংশে কমে আসবে।
মতবিনিময় সভায় জেলার ইজিবাইক, অটো রিকশা ও ভ্যান চালক সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চালক নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।



















